হঠাৎ অামাদের বাসায় বেজবাবা সুমন এবং এবির অাগমন তাও একইসাথে। উনাদের দুজনকে একসাথে দেখে অামার চক্ষু তো চড়কগাছ!!!! দুজনই কেমন যেন উদাস হয়ে অাছেন!!!!
“বেজবাবা অামাকে জিজ্ঞেস করলেন, অামি তার উপর এত ক্ষেপা ক্যান??? ”

উত্তরে কী বলেছি মনে করতে পারছি না। তবে যে কারণেই ক্ষ্যাপা হইনা কেন, সেই দুজন তো ঠিকই একই সাথে এসেছে!!!!! এরপর দুজনের সাথে অামি অারো কিছু সময় কাটিয়েছি কিন্তু কী হয়েছে তা অার মনে পড়েনি। সকালে ঘুম ভাঙার পরে এই স্বপ্নের কথা মনে পড়াতে অামিও উদাস হয়ে গেছি!!! এটা অামি কী দেখলাম!!!! তবে যা-ই দেখিনা কেন বেজবাবার উপর অামার অার রাগ অভিমান নাই। কেউ ভুলের ঊর্ধে না। অাবার কেউ ই জীবিত ফিরে যাবে না এই পৃথিবী থেকে। তবে একটা কথা ভেবে অানন্দ লাগছে যে, তাদের দুজনের সাথে অামার কিন্তু সত্যিই দেখা হওয়ার সুযোগ অাছে। দুনিয়া তে গানবাজনা হারাম হলেও, অাল্লাহ্ যদি অামাদের তিনজনকেই জান্নাতে নেন তাহলে দেখা যাবে- জান্নাতের কোন এক নদীর পাড়ে গাছের নিচে বসে অামরা সত্যিই অাড্ডায় মেতে উঠেছি। বেজবাবা এবং এবি গাইছেন এবং অামি উপভোগ করছি…. ইনশা-অাল্লাহ্।
২১ ডিসেম্বর, ২০১৯
