জীবন যেখানে যেমন…

জীবন একটি চলমান নদীর মতো। নদীর স্রোতের মতো মানবজীবনেও সর্বদা উত্থান-পতন রয়েছে। দুঃখ এবং সুখ পালাক্রমে আসবে; তবে কোনোটাই চিরস্থায়ী নয়। দুঃখ থেকে অভিজ্ঞতা সঞ্চার করে সুখের সময় সেটা কাজে লাগাতে পারলে তবেই আসবে প্রকৃত সফলতা।


Published by Lawless Lawyer

a lawless lawyer...

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started